শ্রীনগর, মে ২: জম্মু ও কাশ্মীরের পহেলগামে সম্প্রতি সংঘটিত হামলার মূল অভিযুক্তরা এখনও কাশ্মীরেই লুকিয়ে রয়েছে বলে দাবি করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA)। সংস্থাটির একাধিক গোয়েন্দা সূত্র বলছে, এই হামলার পেছনে থাকা চার সন্ত্রাসীর অবস্থান এখনো দক্ষিণ কাশ্মীরের গভীর জঙ্গলঘেরা এলাকায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২২ এপ্রিল দুপুরে পহেলগামের বৈসরণ ভ্যালিতে চারজনের একটি দল হামলা চালায়। এদের মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক এবং বাকি দু’জন কাশ্মীরের স্থানীয় বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে চারজনের স্কেচ প্রকাশ করা হয়েছে এবং তাদের সন্ধানে অভিযান চলছে।
সূত্র জানায়, এ অভিযুক্তরা সীমান্ত পার হয়নি বরং দক্ষিণ কাশ্মীরেই গা-ঢাকা দিয়ে আছে। শুধু তারা নয়, ওই এলাকায় আরও অনেক সন্ত্রাসী লুকিয়ে আছে, যারা মূলত মূল হামলাকারীদের ‘কভার ফায়ার’ দেওয়ার কাজে নিয়োজিত।
এনআইএ কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলায় সহায়তা করেছে কি না, অথবা কোন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে সংকেত আদান-প্রদান হয়েছে কি না— এসব বিষয় গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগের চোখ ফাঁকি দিয়ে এত বড় হামলা কিভাবে সংঘটিত হলো, সেটাও বড় প্রশ্ন হিসেবে সামনে এসেছে।
এদিকে হামলার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিলেও, এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অনেকেই ধারণা করছিল, হামলাকারীরা ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেছে। কিন্তু এনআইএ’র সর্বশেষ তথ্য বলছে, তারা এখনো কাশ্মীরেই রয়েছে।
কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। এপ্রিল মাসেই ভারতীয় বাহিনীর হাতে নয়জন কাশ্মীরি নিহত হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে গোটা অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মূল লক্ষ্য এখন পহেলগাম হামলায় জড়িতদের সনাক্ত করে দ্রুত তাদের গ্রেফতার করা— জানাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সূত্র: এনডিটিভি,