ইসলামাবাদ, ১ মে: কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এমন প্রেক্ষাপটে মুখ খুললেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। বৃহস্পতিবার (১ মে) তিনি সাফ জানিয়ে দেন, ভারতের যেকোনো সামরিক আগ্রাসনের দ্রুত এবং কঠোর জবাব দেবে পাকিস্তান।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।
জেনারেল মুনির এই বক্তব্য দেন পাকিস্তান সেনাবাহিনীর মঙ্গলা স্ট্রাইক কর্পস পরিচালিত সামরিক মহড়া ‘হ্যামার স্ট্রাইক’-এর সময়। মহড়াটি অনুষ্ঠিত হয় টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (টিএফএফআর), যেখানে তিনি সামরিক কৌশল, যুদ্ধ প্রস্তুতি ও আধুনিক অস্ত্র ব্যবস্থার একীকরণ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধক্ষেত্রে সমন্বয় সাধন, যুদ্ধ দক্ষতা যাচাই এবং সর্বাধুনিক অস্ত্র ব্যবস্থার কার্যকর প্রয়োগ।’
জেনারেল মুনির পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ও সৈন্যদের উচ্চ মনোবল, পেশাগত দক্ষতা এবং দৃঢ় যুদ্ধ মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন, “পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত এবং সংকল্পবদ্ধ।”
ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়—ভারতের যেকোনো সামরিক আগ্রাসনের জবাব আমরা দ্রুত এবং দৃঢ়ভাবে দেবো। যদিও পাকিস্তান আঞ্চলিক শান্তিতে বিশ্বাসী, তবে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো আপস করবো না।”
উল্লেখ্য, মহড়ায় পাকিস্তানের শীর্ষ সামরিক নেতৃত্ব, ফর্মেশন কমান্ডার ও বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।