সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর ৬ জুন (বৃহস্পতিবার) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগের দিন, ৫ জুন (বুধবার) পালন করা হবে আরাফার দিন।
এদিকে, সংযুক্ত আরব আমিরাত (UAE) ইতোমধ্যে ঈদুল আজহা উপলক্ষে ছুটির ঘোষণা দিয়েছে। দেশটির মন্ত্রিসভা জানিয়েছে, ৫ জুন আরাফাত দিবস হিসেবে ছুটি থাকবে এবং ঈদের ছুটি চলবে ৬ থেকে ৮ জুন পর্যন্ত। এই ছুটি সরকারি ও বেসরকারি—দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
প্রতি বছর ১০ জিলহজ তারিখে মুসলিম উম্মাহ পবিত্র ঈদুল আজহা উদযাপন করে থাকে। এটি ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা কোরবানি বা পশু জবাইয়ের মাধ্যমে পালন করা হয়। ঈদুল আজহার মূল তাৎপর্য হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ ও আত্মোৎসর্গের শিক্ষা গ্রহণ করা।
উল্লেখ্য, ঈদুল আজহা হলো পবিত্র হজ কার্যক্রমের সমাপ্তি অনুষ্ঠান। এ সময় বিশ্বজুড়ের লক্ষ লক্ষ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সমবেত হন। হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আরাফার দিন, যা ঈদের আগের দিন অনুষ্ঠিত হয়।
সৌদি আরব এবং আরব আমিরাতে ঈদের এই সম্ভাব্য তারিখ হিজরি ক্যালেন্ডারের চাঁদ দেখার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তবে আপাতত এই তারিখগুলোকে কেন্দ্র করেই সরকারি ছুটি ও কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।