ঢাকা, ১৮ জুলাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ৬২৬ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, এবং পুলিশ সদস্য প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। রোববার (১৮ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, আশ্রয় নেওয়া ৬২৬ জনের মধ্যে ৬১৫ জন ইতোমধ্যে স্বেচ্ছায় সেনানিবাস ছেড়েছেন। তবে বর্তমানে ৭ জন এখনও সেনানিবাসে অবস্থান করছেন।
এর আগে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ছাত্র-জনতার আন্দোলনের কারণে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। এর প্রেক্ষিতে বিভিন্ন বৈদেশিক মিশনগুলো তাদের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানায়। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সেনাবাহিনী কূটনৈতিক এলাকা ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে, যা এখনও চলমান রয়েছে।
এছাড়া, ভারতীয় হাইকমিশনের অনুরোধে কিছু অসামরিক সদস্যকে ঢাকা সেনানিবাসসহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। কিছু সদস্য নিজ নিজ কনস্যুলেট ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় সেনাবাহিনী সেসব স্থানেও নিরাপত্তা প্রদান করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান বিশেষজ্ঞদেরও নিরাপত্তা প্রদান করা হয়েছে বলে জানায় আইএসপিআর।