জম্মু-কাশ্মিরে নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা ছড়িয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে। পাকিস্তানি ফাইটার জেটের তৎপরতায় মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে চারটি রাফাল যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা থেকে সরে যেতে বাধ্য হয়।
পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম পিটিভি নিউজ সূত্রে জানা গেছে, ওই রাতে ভারতীয় বিমানগুলো সীমান্ত অতিক্রম না করলেও লাইন অব কন্ট্রোলের (এলওসি) খুব কাছাকাছি টহল দিচ্ছিল। বিষয়টি নজরে আসার পরপরই পাকিস্তান বিমানবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং ভারতীয় যুদ্ধবিমানগুলোকে চিহ্নিত করে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়।
পাকিস্তান সেনাবাহিনীর দৃঢ় প্রস্তুতি দেখে ভারতের রাফাল বিমানগুলো কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে পিছু হটে। যদিও এই ঘটনায় কোনো সরাসরি সংঘর্ষ বা আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি, তবুও দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ঘটনাটি।
এর কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান, তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত কোনো আক্রমণ চালাতে পারে।
সম্প্রতি জম্মু-কাশ্মিরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। পাল্টাপাল্টি বিবৃতিতে উত্তপ্ত হচ্ছে কূটনৈতিক পরিস্থিতি। এমনকি উভয় দেশের কিছু রাজনীতিবিদ সরাসরি যুদ্ধের উসকানি পর্যন্ত দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরি সম্পর্ক দীর্ঘদিনের। তবে এই ধরনের ঘটনা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।