চট্টগ্রাম, ২৮ এপ্রিল: ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। খাদ্য অধিদফতরের ব্যবস্থাপনায় এ চাল আমদানি করা হয়েছে বলে সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে সম্পাদিত চুক্তির আওতায় এই চাল আমদানির কার্যক্রম পরিচালিত হয়েছে। চুক্তি অনুযায়ী মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়, যার পুরোটাই বর্তমানে দেশে এসে পৌঁছেছে।
নতুন করে আসা ২০ হাজার মেট্রিক টন চাল বহনকারী এমভি থাই বিন ০৯ নামক জাহাজটি সম্প্রতি চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। খাদ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এখন চাল খালাসের কাজ শুরু হয়েছে।
চাল আমদানির এই উদ্যোগ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং চালের বাজার স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।