ইসলামাবাদ, ২৪ এপ্রিল: জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার ঘটনার পর চরম উত্তেজনায় উত্তাল হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এই হামলায় পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে ভারত গতকাল পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে। পাল্টা প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে পাকিস্তান।
সর্বশেষ ঘোষণায় পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করার কথা জানিয়েছে। পাশাপাশি ওয়াঘাহ সীমান্ত বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। এ ছাড়া পাকিস্তানের আকাশপথে ভারতের মালিকানাধীন বা পরিচালিত কোনো বিমান প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা আর সম্ভব নয়। তৃতীয় কোনো দেশের পণ্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতেও প্রবেশ করতে পারবে না এবং ভারত থেকেও তৃতীয় দেশে যেতে পারবে না।”
এছাড়াও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর আওতায় থাকা বিশেষ ভিসা সুবিধা বাতিল করেছে পাকিস্তান। যেসব ভারতীয় নাগরিক এ ভিসার অধীনে দেশটিতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েন নতুন করে ভয়াবহ রূপ নিতে পারে। সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এই সংকট ঘিরে।