ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়িঘর। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আনিপুর গ্রামে দবির মণ্ডল ও আবু তালেবের সমর্থকদের মধ্যে সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়া নিয়ে দবির মণ্ডলের ভাই লাল্টুর সঙ্গে আবু তালেবের এক সমর্থকের কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৭ জন আহত হন, যাদের মধ্যে নারীরাও রয়েছেন।
সংঘর্ষের সময় দবির মণ্ডল ও আবু তালেব সমর্থিত কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে চিকিৎসা দিয়েছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শৈলকুপা থানা পুলিশ। বর্তমানে পুনরায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘দুগ্রুপের মধ্যে পূর্ববিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।’
উল্লেখ্য, আধিপত্য বিস্তারের মত সামাজিক বিরোধ থেকে গ্রামীণ সংঘর্ষের ঘটনা বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রায়ই দেখা যায়, যা স্থানীয় আইনশৃঙ্খলার জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত।