সিলেট, ২০ এপ্রিল: জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুটা প্রত্যাশিত হয়নি বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। তবে ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল।
খেলার শুরুতে কিছুটা দেখেশুনে খেললেও নবম ওভারে এসে ছন্দপতন ঘটে। ওপেনার শাদমান ইসলাম ভিক্টর নিয়াউচির বল ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যাচ তুলে দেন। তিনি করেন ২৩ বলে ১ চারের সাহায্যে ১২ রান। দলীয় স্কোর তখন ৩১। পরের ওভারেই নিয়াউচির আরও এক আঘাতে বিদায় নেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। গুড লেংথ ডেলিভারিতে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জয়। তিনি ৩৫ বলে ২ চার মেরে করেন ১৪ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৪ রান। ক্রিজে রয়েছেন মমিনুল হক (১৪ বলে ২ রান) এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২ বলে ০ রান)। দুই ওপেনারের বিদায়ের পর টাইগারদের মূল লক্ষ্য এখন শুরুর ধাক্কা সামলে ইনিংস মেরামত করা।
২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের আগে এই সিরিজ বাংলাদেশের জন্য একটি বড় প্রস্তুতির মঞ্চ। ১৮টি টেস্টে মুখোমুখি হয়ে এর আগে বাংলাদেশ জিতেছে ৮টি, জিম্বাবুয়ে জিতেছে ৭টি এবং ড্র হয়েছে ৩টি ম্যাচ। ফলে ইতিহাসও বলছে, দুই দলের প্রতিদ্বন্দ্বিতা বেশ সমানে-সমান।
দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রাইয়ান বেন্নেট, নিকোলাস ওয়েখ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা, ব্লেজিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচি।