বেইরুত, ২১ মার্চ: বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হলিউড চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’, তবে লেবাননের দর্শকরা সিনেমাটি দেখতে পাচ্ছেন না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সরাসরি এই চলচ্চিত্রটি নিষিদ্ধের নির্দেশ দিয়েছেন।
নিষেধাজ্ঞার মূল কারণ হিসেবে উঠে এসেছে ছবিতে অভিনয় করা ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদতের উপস্থিতি। লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যেই এ নিয়ে সুপারিশ করে জানিয়েছে, গ্যাল গ্যাদতের অংশগ্রহণের কারণে ছবিটি দেশটির আইন ও নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
একাধিক লেবানিজ চলচ্চিত্র সংস্থার তথ্যমতে, গ্যাল গ্যাদত আগে থেকেই লেবাননের নিষিদ্ধ অভিনেতার তালিকায় রয়েছেন। তার অভিনীত কোনো চলচ্চিত্রই লেবাননের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এবং ‘স্নো হোয়াইট’-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপট এ সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। লেবাননের সাধারণ জনগণের মধ্যেও ইসরায়েলবিরোধী মনোভাব দীর্ঘদিন ধরে প্রচলিত, যার প্রতিফলন এই নিষেধাজ্ঞায় দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ২১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাওয়া ‘স্নো হোয়াইট’ ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে লেবাননে এর অনুপস্থিতি দেশটির রাজনৈতিক অবস্থান এবং সাংস্কৃতিক নীতির প্রতি একটি স্পষ্ট বার্তা বহন করে।