আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫.৬। বুধবার (১৬ এপ্রিল) ভোর ৪টা ৪৪ মিনিটে স্থানীয় সময় অনুযায়ী এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি) এ তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে, যা আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের একটি ভূগর্ভস্থ সক্রিয় চ্যুতির সঙ্গে সম্পর্কযুক্ত বলে ধারণা করা হচ্ছে। ভূকম্পনের প্রভাব আফগানিস্তান ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতেও অনুভূত হয়েছে। বিশেষ করে ভারতের রাজধানী দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিআর) এলাকায় কম্পন স্পষ্টভাবে টের পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ভূমিকম্পপ্রবণ হিন্দুকুশ অঞ্চল অতীতে একাধিকবার শক্তিশালী ভূমিকম্পের অভিজ্ঞতা অর্জন করেছে। ভূতাত্ত্বিকরা বলছেন, এ অঞ্চলের ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে মাঝেমধ্যেই মাঝারি থেকে তীব্র মাত্রার ভূমিকম্প এখানে ঘটতে পারে।
উল্লেখ্য, ভূমিকম্পের সময় অনেক মানুষ ঘুমন্ত অবস্থায় থাকায় আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্পের মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন।