পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী বিশিষ্ট শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ এপ্রিল) এই ঘৃণ্য হামলার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের সংস্কৃতি অঙ্গনের অন্যতম মুখ, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

একটি ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী জানান, মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আইজিপিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।”
পোস্টে আরও উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী অনলাইনে মানবেন্দ্র ঘোষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছিল। তাদের দাবি ছিল, ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’ তিনি দায়ী। এ ধরনের বক্তব্যের মাধ্যমে সরাসরি হামলার উসকানি দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফারুকী বলেন, “যারা এই ঘৃণা ও সহিংসতার রাজনীতি ছড়াচ্ছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আমরা পাহাড় থেকে সমতল, পুরো বাংলাদেশজুড়ে বৈশাখের আনন্দ উদযাপন করেছি—একটি মৈত্রীর উৎসবে সবাই একত্র হয়েছিল। অথচ এই আনন্দের মুহূর্তেই কিছু কুচক্রী আমাদের বিভক্ত করতে চায়।”
তিনি আরও বলেন, “ওরা হয়তো ভুলে গেছে, বাংলাদেশ এখন জুলাইকেও বুকে নিয়েই সামনে এগিয়ে চলেছে। দেশের মানুষের ঐক্যের শক্তির কাছে এদের সকল অপপ্রয়াস ধুলিসাৎ হবে।”
এ ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা শ্রেণি-পেশার মানুষ শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী হামলার পেছনের উদ্দেশ্য ও পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।