ঢাকা, ১৬ এপ্রিল:
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণে দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, গত ৫ আগস্টের আগে সরকার সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করা হয়েছে, যা দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট শাসন এবং ভুল সিদ্ধান্তের কারণে দেশের সামগ্রিক অর্থনীতি গভীর সমস্যার মুখে পড়েছে। তবে বর্তমান সরকার অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
মূল্যস্ফীতি সম্পর্কে তিনি বলেন, “দীর্ঘদিনের ঊর্ধ্বগতির পর এখন মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। আগামী দুই মাসের মধ্যে বোরো ধান উঠলে চালের বাজারেও স্বস্তি ফিরে আসবে।”
যুক্তরাষ্ট্রের একপেশেভাবে শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, “যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যাদের রফতানি বেশি, আমদানি কম। ফলে শুল্কের বিষয়টি আমাদের জন্য গুরুতর চিন্তার।” তিনি আরও জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার। এই পরিস্থিতি মোকাবিলায় শিগগিরই সরকারের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে গিয়ে শুল্ক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবে।
বাণিজ্য উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করে বলেন, “ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে ব্যবসায়িক খরচ প্রায় ২ হাজার কোটি টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। এটি শূন্য থেকে মাইনাসে আনার চেষ্টা করা হচ্ছে, যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন।”
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “পাকিস্তান, ভারত ও চীনের সঙ্গে বর্তমানে বাণিজ্যে কোনো ধরনের সমস্যা নেই। দেশের স্বার্থেই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাণিজ্য চালিয়ে যাওয়া হবে।”
সংবাদ ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন, অর্থনীতির চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে একটি স্থিতিশীল ও টেকসই বাণিজ্য পরিবেশ গড়ে তোলাই এখন সরকারের প্রধান লক্ষ্য।