চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে বড় হারের পর লা লিগায় ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের জন্য। প্রতিটি ম্যাচ এখন বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের জন্য। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে রিয়ালের একাদশে ছিলেন না ভিনিসিউস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। সুযোগ পেয়েছিলেন তরুণ তুর্কি আর্দা গুলার। তবে ম্যাচের সবচেয়ে বড় নাটকীয়তা ছিল কিলিয়ান এমবাপ্পের সরাসরি লাল কার্ড—যা রিয়ালের জয়কে কিছুটা হলেও চাপা দিয়ে দেয়।
রোববার (১৩ এপ্রিল) আলাভেসের মাঠ মেন্দিজোরোজায় স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। ভালভার্দের পাস থেকে দারুণ বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
তবে এই গোলে আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। ৩৮ মিনিটে বিপজ্জনক ট্যাকল করার অপরাধে ভিএআরের সহায়তায় সরাসরি লাল কার্ড দেখেন কিলিয়ান এমবাপ্পে। ফলে ম্যাচের প্রায় এক ঘণ্টা সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। দ্বিতীয়ার্ধে আলাভেসের মানু সানচেজও লাল কার্ড দেখলে দুই দলই সমান সংখ্যায় নামে মাঠে।
রেফারির সিদ্ধান্ত ও মাঠের উত্তেজনার মাঝেও রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪-এ নামিয়ে এনেছে লস ব্লাঙ্কোরা। ৩১ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট এখন ৬৬। অন্যদিকে সমান ম্যাচে বার্সার সংগ্রহ ৭০ পয়েন্ট।
টানা দ্বিতীয় ম্যাচে ১০ জনের দলে পরিণত হলো রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে কামাভিঙ্গা লাল কার্ড দেখার পর এবার লা লিগায় একই পরিণতি এমবাপ্পের। চলতি মৌসুমে এই নিয়ে পঞ্চমবারের মতো ১০ জনের দলে পরিণত হলো আনচেলত্তির দল।
ঘরের মাঠে আক্রমণে এগিয়ে ছিল আলাভেস। বলের দখল ও শট নেওয়ার দিক দিয়ে রিয়ালকে চাপে রেখেছিল স্বাগতিকরা। আলাভেস নিয়েছিল ১৩টি শট, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ মাত্র ১১টি শট নিতে পেরেছে, যার ৪টি ছিল গোলবারে।
প্রথমার্ধেই গোল পেয়েও হতাশ হতে হয় রিয়ালকে। রদ্রিগোর কর্নার থেকে রাউল অ্যাসেন্সিওর করা গোল ভিএআরে বাতিল করে দেন রেফারি, কারণ গোলের আগে রুডিগার গোলরক্ষককে বাধা দিয়েছিলেন।