চট্টগ্রাম নগরীর ডিসি হিল পার্কে পয়লা বৈশাখ উদ্যাপনের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজরুল স্কয়ার এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় তারা অনুষ্ঠানস্থলে নির্মিত মঞ্চ ভাঙচুর করে এবং সাজসজ্জার ব্যানার ও কাপড় ছিঁড়ে ফেলে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ৩০ থেকে ৪০ জনের একটি দল “স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান” স্লোগান দিতে দিতে হঠাৎ অনুষ্ঠানের জায়গায় প্রবেশ করে। একপর্যায়ে তাদের আচরণ আক্রমণাত্মক হয়ে উঠলে আয়োজকরা নিরাপত্তার স্বার্থে একপাশে সরে দাঁড়ান। এরপর হামলাকারীরা মঞ্চের পেছনের ও সামনের কাপড় ছিঁড়ে ফেলে এবং সাজসজ্জার নানা উপকরণ নষ্ট করে।
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নববর্ষ উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ একদল লোক এসে স্লোগান দিতে দিতে আমাদের ওপর চড়াও হয় এবং সমস্ত ডেকোরেশন নষ্ট করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।
চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষ উপলক্ষে প্রতিবছরই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকেন স্থানীয় শিল্পী ও সংগঠনগুলো। এ ধরনের হামলায় আয়োজকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি, এমন ঘটনায় নববর্ষ উদ্যাপন ঘিরে চট্টগ্রামবাসীর উৎসবমুখর পরিবেশে ছায়া নেমে এসেছে। তবে আয়োজকরা জানিয়েছেন, তারা সবকিছু পুনরায় সাজিয়ে অনুষ্ঠান চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
—