ঢাকা, ১০ এপ্রিল ২০২৫ —
বাংলাদেশের মঙ্গল কামনায় ভারতের মতো আন্তরিকতা আর কোনো দেশের নেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি ও স্থিতিশীলতা ভারতের ডিএনএ-তে রয়েছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন অচিরেই অনুষ্ঠিত হবে এবং তা গণতান্ত্রিক ধারায় হবে।
বুধবার (৯ এপ্রিল) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৫’-এর দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন এস জয়শঙ্কর। বক্তব্যে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানায়, জয়শঙ্কর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “ভারত বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী। আমাদের চেয়ে বেশি আর কোনো দেশ বাংলাদেশের মঙ্গল চায় না। এটা আমাদের রক্তে-মজ্জায়, আমাদের ডিএনএ-তে আছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক বক্তব্য ও কিছু ঘটনাবলি আমাদের দুশ্চিন্তায় ফেলেছে। বিশেষ করে মৌলবাদী তৎপরতা ও সংখ্যালঘুদের ওপর হামলার মতো ঘটনা আমাদের উদ্বিগ্ন করছে।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “গণতন্ত্রে নির্বাচনই হলো মূল ভিত্তি। এটি ম্যান্ডেট নবায়নের একটি শান্তিপূর্ণ পদ্ধতি। আমরা আশা করি বাংলাদেশ সেই গণতান্ত্রিক ধারা বজায় রেখে সঠিক পথেই এগিয়ে যাবে।”
এস জয়শঙ্কর আরও উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়; এটি জনমুখী ও পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও স্থিতিশীলতায় এই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।