ঢাকা, ৭ এপ্রিল ২০২৫ (অনলাইন ডেস্ক): ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক তাহমিনা রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু আজ সোমবার এ সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহমিনা রহমানকে আপাতত বরখাস্ত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালার আলোকে পরবর্তীতে তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
ঘটনার সূত্রপাত হয় ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ শীর্ষক আন্তর্জাতিক আন্দোলনে সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জনের আহ্বানে। এ সময় তাহমিনা রহমান সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিত থাকলে ‘ডাবল অ্যাবসেন্ট’ দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
পরবর্তীতে তাহমিনা রহমান নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে একটি ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেন এবং ভুল বোঝাবুঝির জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষকের দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের নীতিমালার পরিপন্থী হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।