সাভার প্রতিনিধি:
ঢাকা-আরিচা মহাসড়কে আবারও চলন্ত বাসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ‘ইতিহাস পরিবহন’-এর একটি চলন্ত বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী যাত্রী টুনি সাভার মডেল থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন হিসেবে বাসটির চালক রজব আলী (৩০) ও সহকারী এমদাদুল হক (৪০)-কে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের চন্দ্রা থেকে মিরপুরগামী বাসটি কর্ণপাড়া ব্রিজ (ব্যাংক টাউন) এলাকায় পৌঁছালে চারজন ব্যক্তি নিজেদের যাত্রী সেজে দেশীয় অস্ত্র বের করে যাত্রীদের জিম্মি করেন। এরপর তারা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। রাজফুলবাড়িয়া এলাকায় এসে ডাকাতরা বাস থামিয়ে দ্রুত পালিয়ে যায়।
এক যাত্রী বলেন, “ডাকাত দলের একজন আমার কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তারা অন্যদের কাছ থেকেও স্বর্ণালঙ্কার ও দামি জিনিস লুট করেছে।”
বাসচালক রজব আলী বলেন, “বাসে ওঠা কয়েকজন ব্যক্তি অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে সবকিছু লুট করে নেয়। বিষয়টি আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল।”
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। বাসচালক ও হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
উল্লেখ্য, এর আগেও গত ২৪ মার্চ একই এলাকায় চলন্ত বাসে একই ধরনের ডাকাতির ঘটনা ঘটে। তখনো একটি পরিবহনের চালক ও হেলপারকে আটক করে পুলিশ।