রাঙামাটি, ৩ এপ্রিল: পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি ও অস্ত্রবাজি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি। এটি বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে হেলিকপ্টারে রাঙামাটির বাঘাইহাট ও সাজেক পরিদর্শন শেষে স্থানীয় বিজিবি সেক্টরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “৫ আগস্টের পর সমতলের অনেক থানায় অস্ত্র লুট হয়েছে। এসব অস্ত্র উদ্ধার করা গেলে অনেক সমস্যার সমাধান হবে।” তিনি আরও উল্লেখ করেন, পাহাড়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সফরকালে তিনি বিজিবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সৈনিকদের খোঁজখবর নেন। এরপর তিনি রাঙামাটি বিজিবি সেক্টর পরিদর্শন করেন। এ সময় তিনি সাজেকে অস্থায়ীভাবে ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখার নির্দেশ দেন এবং এই বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা পাহাড়ের উন্নয়নকে সঠিক জায়গায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সব মহলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “শৃঙ্খলা নিশ্চিত হলে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।”