ব্যাংকক, ৩ এপ্রিল: পরিবর্তনের জন্য পরিচালনার পদ্ধতি পাল্টানো জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, একই নিয়মে সব সময় চলা যায় না, দেশকে বদলাতে হলে নতুনভাবে চিন্তা করতে হবে। এই পরিবর্তনে তরুণরা বড় ভূমিকা রাখতে পারে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক ইয়াং জেন ফোরামে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে ড. ইউনূস তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, “শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না। আমাদের সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে হবে। সম্পদের ভারসাম্য আনতে হবে এবং একই সঙ্গে পরিবেশের কথাও ভাবতে হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ বড় একটি দেশ, তবে তার কাজের পরিধি তুলনামূলক ছোট। তিনি ছোট পরিসরেই সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে চান।
তরুণদের ভূয়সী প্রশংসা করে ড. ইউনূস বলেন, “তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাঝেই আমি অনুপ্রেরণা পাই।” তিনি সতর্ক করে বলেন, “ব্যবসায় মুনাফা পর্যন্ত ঠিক আছে, কিন্তু উদ্যোক্তার মনে যদি লোভ জন্মায়, তবে সেই ব্যবসা ধ্বংস হতে বাধ্য।” তার বক্তব্যের পর তরুণরা তাকে বিভিন্ন প্রশ্ন করেন, যার উত্তর দেন তিনি।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছান। সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিমসটেক সম্মেলনের শেষ দিনে আগামী দুই বছরের জন্য সংগঠনটির সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বিমসটেকের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।