ঢাকা, ২ এপ্রিল: অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে জঙ্গিবাদের উত্থানের কোনো ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২ এপ্রিল) দুপুরে ঈদ শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক থানার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও মন্তব্য নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি নন বলেও জানান।
একই সময় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের অভিযুক্ত করার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটি সত্য যে কিছু নিরপরাধ ব্যক্তি মামলায় জড়িয়েছেন, যাদের নাম এজাহারে ছিল না। এমনকি, কিছু অভিযুক্ত ব্যক্তি দেশে অবস্থানই করছিলেন না।”
তিনি আরও জানান, “এমন ঘটনা যেন না ঘটে, সে জন্য সঠিক তদন্ত প্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে। শুধুমাত্র থানার তদন্তের ওপর নির্ভর না করে আলাদা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, যাতে নির্দোষ ব্যক্তিরা অন্যায়ভাবে সাজা না পান। তবে কোনো দুস্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না।”
পরিদর্শনকালে তিনি পুলিশের বিভিন্ন পদে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং থানাগুলো নিজস্ব ভবনে স্থানান্তরের গুরুত্বের ওপর জোর দেন। পুলিশের কাঠামোগত উন্নয়নের পাশাপাশি সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।