ঢাকা, ২৮ মার্চ: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সহায়তায় এখন পর্যন্ত ৯৬ কোটি ৬৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
শুক্রবার (২৮ মার্চ) সকালে শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানান, ৭৪৫ জন নিহতের পরিবারের মাঝে ৩৭ কোটি ২৫ লাখ টাকা এবং ৫,৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে ৫৯ কোটি ৪১ লাখ টাকা বিতরণ করা হয়েছে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এখনও কিছু অসাধু ব্যক্তি ভুয়া ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তৈরি করে অনুদানের টাকা হাতিয়ে নিচ্ছে।
ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা জানান, আহত না হয়েও অনেকে আহত সাজার চেষ্টা করছে, ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সহযোগিতা পেতে বিলম্বের শিকার হচ্ছেন। তারা আরও বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত আহতদের সহযোগিতা প্রদান নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সঠিক উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দিতে ফাউন্ডেশন ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ নামে একটি নতুন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন প্রান্তে আহতদের কাছে সরাসরি অনুদান পৌঁছে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে নিহতদের পরিবার ও আহতদের আরও সহায়তা প্রদান নিশ্চিত করতে নতুন ফান্ড সংগ্রহের উদ্যোগের কথাও জানানো হয়।