ঢাকা, ২৫ মার্চ: বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ৯০ দিনের মধ্যে এ সেবা কার্যকর করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাণিজ্যিক সেবা চালুর সময় এনজিএসও নীতিমালা মেনে স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।
এর আগে, গত ২৩ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, আসন্ন বিনিয়োগ সম্মেলনে স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।
আগামী ৭ এপ্রিল ঢাকায় চারদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এই কার্যক্রমের কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
প্রান্তিক পর্যায়ে দ্রুতগতির মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিত করতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,
> “আমরা যেকোনো মূল্যে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসব। কোনো সরকার যাতে ভবিষ্যতে ইন্টারনেট বন্ধ করতে না পারে, সে জন্য একটি নীতিমালা তৈরি করা হবে।”
তিনি আরও জানান, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার বিষয়ে আলোচনা করছে।
স্টারলিংকের সেবা দেশের শহর ও প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে বলে জানান সংশ্লিষ্টরা।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,
> “বাংলাদেশের টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্ক এখনো পুরোপুরি বিস্তৃত নয়, এবং অনেক অঞ্চলে লোডশেডিং সমস্যা রয়েছে। স্টারলিংক উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও ও এসএমই ব্যবসায়ীদের জন্য ডিজিটাল কার্যক্রমকে আরও বেগবান করবে।”
তিনি জানান, আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের সঙ্গে একটি কার্যকরী মডেল বাস্তবায়নের প্রচেষ্টা চলছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১৩ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি মাস্ককে জানান, এ সফরের মাধ্যমে তিনি বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন, যারা স্টারলিংক প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবে।