শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। হত্যার পর পালানোর সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় অভিযুক্ত ছেলে।
রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মকবুল হোসেন মোল্লা দুইবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার সংসার পাতেন তিনি। এ নিয়ে প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। বড় ছেলে রুবেল মোল্লার সঙ্গে এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল।
রোববার সন্ধ্যায় বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা দ্রুত মকবুল হোসেনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবাকে হত্যার পর রুবেল মোল্লা পালানোর চেষ্টা করলে পথিমধ্যে বাড়ির পাশের মাঠে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলের হাতে বাবা খুনের পর পালানোর সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রুবেল মারা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”