ঢাকা: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন হাইকোর্ট। ঈদ ও অবকাশকালীন ছুটির পর এই শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (২৩ মার্চ) চিন্ময় দাসের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।
এর আগে, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চলতি বছরের ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন খারিজ করে দেন। পরে ১২ জানুয়ারি তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করেন।
২০২৩ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। পরবর্তীতে ২৫ নভেম্বর ঢাকার এক স্থান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো হয়। একই দিনে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়, যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
আইনজীবীরা আশা করছেন, ২৩ এপ্রিলের শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করে যথাযথ আইনি পদক্ষেপ নেবে বলে জানা গেছে।