নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২১ মার্চ: আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।”
শুক্রবার (২১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও প্রশ্ন রাখেন, “আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম?”
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, আসন সমঝোতার ভিত্তিতে এনসিপির কাছে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি কঠোর ভাষায় বলেন, “শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের পুনর্বাসিত হতে দেওয়া হবে না।”
আওয়ামী লীগের রাজনীতি পুনরায় চালুর বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন এনসিপির নেতারা। তাদের দাবি, ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই। দলটিকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে।
এদিকে, আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২১ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্রে লিপ্ত।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে আলোচনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে। আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও বিতর্ক দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।