ঢাকা, ২১ মার্চ: আসন সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তবে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “শরীরে এক বিন্দু রক্ত থাকতে তাদের পুনর্বাসন হতে দেওয়া হবে না।”
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তার ফেসবুক পোস্টে এ কথা জানান। তিনি বলেন, “৫ আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই। দলটিকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে।”
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা এবং স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর আরও কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, আওয়ামী লীগের পুনর্বাসনের বিরোধিতা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২১ মার্চ) তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র করছে। জনগণ কখনোই তাদের পুনর্বাসন মেনে নেবে না।”