ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ড. কাজী শহীদুল্লাহ্ বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে তিনি দীর্ঘদিন শিক্ষা ও গবেষণায় অবদান রেখেছেন।
২০১৯ সালের মে মাসে তিনি চার বছরের জন্য ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এরপর তার দক্ষ নেতৃত্বের কারণে ২০২৩ সালের ২৫ মে দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পান। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের ১১ আগস্ট তিনি অস্ট্রেলিয়া থেকে পদত্যাগপত্র পাঠিয়ে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন।
ড. কাজী শহীদুল্লাহ্ ছিলেন একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ ও গবেষক। তার নেতৃত্বে ইউজিসি উচ্চশিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। তার মৃত্যুতে দেশের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো।
বাংলাদেশের শিক্ষাঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।