ঢাকা, ১৯ মার্চ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে আজ (১৯ মার্চ) থেকে ২৯ মার্চের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।
সরকারের ঘোষিত বিশেষ ব্যবস্থায় এবারের ঈদযাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি নিম্নরূপ:
১৯ মার্চ: ২৯ মার্চের টিকিট
২০ মার্চ: ৩০ মার্চের টিকিট
৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট: চাঁদ দেখার ভিত্তিতে ঘোষণা করা হবে
বিশেষ নির্দেশনা ও টিকিট সংক্রান্ত তথ্য
প্রতিজন যাত্রী একবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।
নন-এসি কোচের ২৫% স্ট্যান্ডিং টিকিট যাত্রার আগের দিন প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া এসব টিকিট রিফান্ডযোগ্য নয়।
এবারের ঈদযাত্রায় শতভাগ অনলাইন টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় একটি বড় পরিবর্তন। বাংলাদেশ রেলওয়ের এ সিদ্ধান্তের ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে না। তবে, অনলাইনে টিকিট পেতে অনেককেই ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানা গেছে।
ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের প্রধান রেলস্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবেন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।