ঢাকা: পদোন্নতির দাবি নিয়ে বিএনপিপন্থি একদল কর্মকর্তা-কর্মচারী আজ, ১৮ আগস্ট থেকে সচিবালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবে। তারা গত ১৭ বছর ধরে পদোন্নতিবঞ্চিত থাকার অভিযোগ তুলে দ্রুত পদোন্নতির দাবি জানিয়েছেন।
অফিসার্স ক্লাবের হলরুমে গতকাল অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব মো. আব্দুস সাত্তার এই আল্টিমেটাম দেন। সভায় অংশগ্রহণ করেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মো. আবদুল বারী, এ কে এম জাহাঙ্গীর, পুলিশ ক্যাডারের ৮৪ ব্যাচের মাহফুজুল হক, প্রশাসন ক্যাডারের ৮৫ ব্যাচের আব্দুল খালেক, জাকির হোসেন কামাল, কামরুজ্জামান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস সুরাতুজ্জামান, রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর পিএস জিয়াউল হাসান মুন্না, এবং বিসিএস দশম ব্যাচের আয়কর ক্যাডারের কর্মকর্তা সালাউদ্দিন নাগরি।
সভায় মো. আব্দুস সাত্তার বলেন, আজকের মধ্যে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রদান করা না হলে রোববার সকাল থেকে সচিবালয়ে জন প্রশাসন মন্ত্রণালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি উল্লেখ করেন, এই কর্মসূচির অংশ হিসেবে বর্তমান মন্ত্রিপরিষদ সচিবসহ বিগত সরকারের আমলের কোনো সচিব সচিবালয়ে প্রবেশ করতে পারবে না এবং প্রয়োজন হলে সচিবালয়ের গেটে চেকপোস্ট বসানো হবে। এছাড়া দেশের সব বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিকে বরখাস্ত করার দাবি জানানো হয়।