ঢাকা, ১৮ মার্চ: পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারি মালিকানাধীন এবং বহুজাতিক কোম্পানিগুলোর তালিকাভুক্তির অনুরোধ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এ বিষয়ে মঙ্গলবার (১৮ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছে সংগঠনটি।
ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ১৫ বছর ধরে দেশের পুঁজিবাজার অনিয়ম, অপশাসন ও অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। নানা অনিয়ম ও আর্থিক সংকটের কারণে বাজারের প্রকৃত মূলধন প্রায় ৪০ শতাংশ সংকুচিত হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ ও ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এর পরবর্তী সময়ে কোভিড-১৯ মহামারি এবং দীর্ঘদিন শেয়ারের ওপর ফ্লোর প্রাইস আরোপের ফলে বাজারে আন্তর্জাতিক বিনিয়োগ কমে গেছে। পাশাপাশি, মানহীন আইপিওর (প্রাথমিক গণপ্রস্তাব) মাধ্যমে হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, যা বাজারে তারল্য সংকট আরও বাড়িয়েছে।
ডিবিএ জানায়, নিয়ন্ত্রক সংস্থা, তালিকাভুক্ত কোম্পানি, বাজার মধ্যস্থতাকারী ও আর্থিক নিরীক্ষকদের মধ্যে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সংকট আরও তীব্র হয়েছে।
পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে ডিবিএ সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, দেশের অবকাঠামো ও বাণিজ্য খাতে লাভজনক বেশ কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা রয়েছে। এসব প্রতিষ্ঠান বাজারে আসলে বিনিয়োগযোগ্য মানসম্পন্ন শেয়ারের সরবরাহ বাড়বে, যা বাজারে ভারসাম্য রক্ষা করবে এবং তারল্য সংকট দূর করবে।
এ ছাড়া, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করা বহু সুশাসিত বহুজাতিক কোম্পানি রয়েছে, যেগুলো সরকারের অংশীদারিত্বে পরিচালিত। ডিবিএ সুপারিশ করেছে, সরকার সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে এসব কোম্পানির অংশীদারিত্ব ন্যায্য মূল্যে বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করুক।
ডিবিএ আশা প্রকাশ করেছে যে প্রধান উপদেষ্টা এই আবেদন গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। সংগঠনটি মনে করে, উচ্চমানের কোম্পানির তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।