ঢাকা, ১৭ মার্চ: চালের বাজার স্থিতিশীল রাখতে ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ৩৫ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের উদ্যোগে চালগুলো চট্টগ্রাম বন্দরে খালাস করা হচ্ছে।
সোমবার (১৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান, সরকারের সঙ্গে ভিয়েতনামের সম্পাদিত জি-টু-জি (সরকার থেকে সরকার) চুক্তির আওতায় ১২ হাজার ৫০০ মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এ চাল বহন করেছে এমভি হং লিনহ ১ জাহাজ।
অন্যদিকে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৫) মাধ্যমে ভারত থেকে আমদানি করা ২২ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চালও চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বহন করেছে এমভি তানাইস ড্রিম নামের জাহাজ।
ইমদাদ ইসলাম জানান, উভয় দেশ থেকেই খাদ্য অধিদপ্তর এই চাল আমদানি করেছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর চালের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ইতোমধ্যে খালাস কার্যক্রম শুরু হয়েছে।
এর আগেও চাল আমদানি করা হয়েছে
বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ সরকার এর আগেও ভারত, পাকিস্তান ও ভিয়েতনাম থেকে একাধিকবার চাল আমদানি করেছে। নতুন চালান আসায় বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।