সিলেটে পৌঁছালেন ইংল্যান্ডপ্রবাসী এই তারকা, অভিষেক ভারতের বিপক্ষে
বাংলাদেশ ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ইংলিশ ঘরোয়া ফুটবলের অন্যতম তারকা হামজা দেওয়ান চৌধুরী এবার লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে প্রস্তুত। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় তিনি বাংলাদেশে পৌঁছান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন শত শত ফুটবলপ্রেমী।
বাংলাদেশ জাতীয় ফুটবলের নতুন সদস্য হামজা চৌধুরীর অভিষেক হতে যাচ্ছে ভারতের বিপক্ষে। আগামী ২৫ মার্চ শিলংয়ে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচেই প্রথমবার লাল-সবুজের হয়ে মাঠে নামবেন তিনি। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই ইংল্যান্ডপ্রবাসী তারকা।
বিমানবন্দরে নেমেই নিজের অনুভূতি প্রকাশ করেন হামজা। সাংবাদিকদের তিনি বলেন,
“এখানে এসে দারুণ অনুভূতি হচ্ছে। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন আমার অনেক দিনের। ইনশাআল্লাহ, আমরা ভারতের বিপক্ষে জয় নিয়ে পরবর্তী রাউন্ডে যেতে চাই।”
বাংলাদেশে আসার পরপরই হামজা চৌধুরী নিজের পৈতৃক ভিটা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়নি, তবে নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একটি বিশেষ টিম তার সঙ্গে রয়েছে।
ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে খেলা হামজা চৌধুরীর শিকড় বাংলাদেশে। তিনি ইংল্যান্ডের লেস্টার সিটি একাডেমিতে বেড়ে উঠেছেন এবং সিনিয়র ক্যারিয়ারের শুরুটাও করেন লেস্টারের হয়ে। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের জার্সি গায়ে ৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এরপর ধারে বার্টন অ্যালবিয়ন ও ওয়াটফোর্ডে খেলে বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলছেন।
তবে আন্তর্জাতিক ফুটবলে নিজের দেশের জন্য খেলতে চান তিনি। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার বিশাল স্বপ্ন দেখছেন হামজা। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই স্বপ্নের যাত্রা শুরু হবে, এখন শুধু অপেক্ষা মাঠে পারফরম্যান্স দেখানোর।
হামজার মতো একজন আন্তর্জাতিক মানের ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ায় ফুটবলপ্রেমীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ কীভাবে পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।