ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজের এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের ঝড় উঠেছে। এই ঘটনায় পশ্চিমবঙ্গসহ গোটা দেশ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার পশ্চিমবঙ্গ পুলিশ কয়েক শ বিক্ষোভকারীকে আটক করেছে।
এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে চিকিৎসক ধর্মঘটের ডাক দিয়েছে ভারতের চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সংগঠনটির প্রায় ১০ লাখের বেশি সদস্য রয়েছে, যারা এই ধর্মঘটে অংশ নিচ্ছে। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার এই ধর্মঘট চলবে, যা গোটা দেশের স্বাস্থ্যসেবায় মারাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
আইএমএ জানিয়েছে, এই ধর্মঘটের সময় শুধুমাত্র জরুরি পরিষেবা বিভাগ চালু থাকবে, তবে ওপিডি এবং অন্যান্য সেবা বন্ধ থাকবে। এছাড়া যে ধরনের অস্ত্রোপচার পরেও করা সম্ভব, সেগুলো আজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এবং দেশের প্রতিটি হাসপাতালে বিমানবন্দরের মতো কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
সিসিটিভির মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা, নিরাপত্তারক্ষী বৃদ্ধি এবং চিকিৎসকদের বিশ্রামের জন্য সুরক্ষিত স্থান নিশ্চিত করারও দাবি জানিয়েছে আইএমএ।
ভারতে এর আগে ফসলের ন্যায্যমূল্যসহ বিভিন্ন দাবিতে কৃষক আন্দোলনের কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। এবার চিকিৎসক ধর্মঘটের ফলে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে দেশটি। শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুসহ বিভিন্ন বড় শহরে এই ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ চলছে।