ঢাকা: হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করেছিল, যার পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন স্থগিতের আদেশ দেন।
গত ১২ ডিসেম্বর হাইকোর্টে শমী কায়সারের জামিন স্থগিতের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব এবং শমী কায়সারের পক্ষে আইনজীবী হামিদুল মিসবাহ ও নাজিয়া কবির। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক তার জামিন স্থগিতের আদেশ দেন।
শমী কায়সারের বিরুদ্ধে অভিযোগ, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরার আজমপুরে একদল ব্যক্তি আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদসহ অনেকে আহত হন। ইশতিয়াক মাহমুদের অভিযোগ, হামলার ঘটনায় শমী কায়সার জড়িত ছিলেন।
হামলার ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জন আসামির তালিকায় আছেন। শমী কায়সার এজাহারভুক্ত ২৪ নম্বর আসামি।
এরপর, ৫ নভেম্বর রাতের দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেফতার করে পুলিশ।
জামিন স্থগিতের পরিপ্রেক্ষিতে তার আইনজীবীরা হাইকোর্টে নতুন করে আবেদন করেন। অবশেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন, যা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।