ঢাকা, ১১ মার্চ: রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তা এবং উত্তেজিত জনতাকে উসকে দেওয়ার অভিযোগে গোলাম মোস্তাকিম রিন্টু (৬২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার (১১ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগী তরুণীদের জবানবন্দির ভিত্তিতে মামলার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে রিন্টুকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (১ মার্চ) লালমাটিয়ায় আড়ংয়ের পাশে একটি চায়ের দোকানে চা ও সিগারেট খাচ্ছিলেন দুই তরুণী। এ সময় একজন বয়স্ক ব্যক্তি তাদের ধূমপান নিয়ে আপত্তি জানান এবং দোকান বন্ধ করতে বলেন। বিষয়টি নিয়ে তরুণীদের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের একজন ওই ব্যক্তির গায়ে চা ছুড়ে মারেন।
এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রাত ১১টার দিকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ডিএমপির উপ-কমিশনার তালেবুর রহমান জানান, তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।