স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি নিতে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সৌদি আরবের তায়েফে অনুষ্ঠিত এই ক্যাম্পে সোমবার (১০ মার্চ) দলের সঙ্গে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম।
ফেনী জেলার এই প্রতিভাবান ফুটবলার বর্তমানে ইতালির চতুর্থ বিভাগের লিগে খেলেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।
ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম বাদে বাকি ২৮ ফুটবলার নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু করেছিলেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। পরে ৫ মার্চ ২৮ জন ফুটবলার নিয়ে তিনি সৌদি আরবে যান।
চার দিনের অনুশীলন শেষে ফাহামিদুল দলের সঙ্গে যোগ দেওয়ায় এখন ক্যাম্পে খেলোয়াড় সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জন। অন্যদিকে, ইংল্যান্ডের লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দেবেন ১৮ মার্চ ঢাকায়।
বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের মিশন শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। শিলংয়ে ২৫ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি। এরপর ফিরতি লেগের ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।
বাংলাদেশ ফুটবল দলের সৌদি ক্যাম্পে নতুন মুখদের অন্তর্ভুক্তি দলকে কতটা শক্তিশালী করতে পারে, তা সময়ই বলে দেবে। তবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের প্রস্তুতি যথাযথ হচ্ছে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।