গাজীপুর প্রতিনিধি: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে কারখানা গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা থেকে টঙ্গীর দত্তপাড়া (হোসেন মার্কেট) এলাকার বিএসআইএস কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন ৯ মার্চ পরিশোধ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বেতন না পেয়ে শ্রমিকরা সোমবার (১০ মার্চ) সকালে কারখানার ভেতরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন। দিনভর অপেক্ষার পরও কোনো সুরাহা না হওয়ায় সন্ধ্যায় তারা ফিরে যান।
কিন্তু মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা গেটে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে সকাল ৮টা থেকে তারা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে জানানো হয়েছে, শ্রমিকরা নিয়মবহির্ভূতভাবে কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে উচ্ছৃঙ্খল আচরণ করেছেন। তাদের কাজে ফেরানোর অনুরোধ করা হলেও তারা তা অমান্য করেন, যা শ্রম আইন অনুযায়ী অবৈধ ধর্মঘটের শামিল। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সংখ্যা আরও বাড়ছে, ফলে এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি।
উল্লেখ্য, শ্রমিকদের দাবি অনুযায়ী, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধের নোটিশ দিয়েছে, যা শ্রমিকদের অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে।