গোপালগঞ্জ: দীর্ঘদিন পলাতক থাকার পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ মে) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্ব পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন লিংকন মোল্লা। তবে সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে আসেন তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশ আসার বিষয়টি টের পেয়ে লিংকন বাড়ির দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশের ধাওয়া খেয়ে শেষ পর্যন্ত ধরা পড়েন তিনি।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, “ছাত্রলীগ নেতা লিংকন মোল্লার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলা রয়েছে। খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।”
লিংকন মোল্লার গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাদের চলমান অভিযানে আরও পলাতক আসামিদের গ্রেফতার করা হবে।