বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামের রাঢ়ী বাড়ির মসজিদ থেকে মো. আসাদুল রাঢ়ী (৫০) নামে এক ব্যক্তির রহস্যজনক লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ফজরের আজানের সময় তার মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আসাদুল রাঢ়ী ঢাকা যাওয়ার কথা বলে ভাই বাবুল রাঢ়ীর কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই শুক্রবার ভোরে তার নিথর দেহ পাওয়া যায় মসজিদের জানালার গ্রিলের সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায়।
ফজরের আজানের সময় মসজিদে প্রবেশ করেন আসাদুলের চাচাতো ভাই দুলাল রাঢ়ী। ভেতরে ঢুকতেই তিনি আসাদুলকে অস্বাভাবিক ভঙ্গিতে বসে থাকতে দেখে চিৎকার দেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে দেখেন, তিনি আর বেঁচে নেই।
আসাদুল রাঢ়ীর ভাই বাবুল রাঢ়ী জানান, তার ভাইয়ের স্ত্রী ও সন্তান ঢাকায় থাকেন। তিনি প্রায় এক বছর ধরে বাড়িতে একাই বসবাস করছিলেন। বৃহস্পতিবার ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বের হলেও পরদিন তার লাশ মসজিদে পাওয়া যায়। বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে – এটি আত্মহত্যা, নাকি কেউ তাকে হত্যা করেছে?
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এদিকে, স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা গুঞ্জন চলছে। কেউ একে আত্মহত্যা বলছেন, আবার কেউ সন্দেহ করছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।