ঢাকা: ২০২৪ সালের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষাগুলো আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
গত বৃহস্পতিবার, সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড। শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন রুটিন শিগগিরই সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
এইচএসসি পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।