ঢাকা: ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক সাবেরা সুলতানা খানম শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য আজকের দিন ধার্য ছিল। সে অনুযায়ী, প্রিন্স মামুন আদালতে উপস্থিত হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। অন্যদিকে, বাদীপক্ষ থেকে জামিন বাতিলের জন্য আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করলেও মামুনের জামিন মঞ্জুর করেন।
গত বছরের ৯ জুন ভুক্তভোগী লায়লা আখতার ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, প্রিন্স মামুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লায়লার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং একত্রে বসবাস করেন। এছাড়া, মামুন তার বিভিন্ন নথিপত্রে লায়লার ঠিকানা ব্যবহার করে প্রতারণা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মামুনকে গ্রেপ্তার করে এবং ১১ জুন তাকে আদালতে হাজির করা হয়। সেসময় আদালত তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে, ১ জুলাই তিনি জামিনে মুক্তি পান। দীর্ঘ তদন্ত শেষে ২৬ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুহাম্মদ শাহজাহান মামলার অভিযোগপত্র দাখিল করেন, যেখানে মামুনকে অভিযুক্ত করা হয়।
আজ আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেও মামলার বিচারিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ বিষয়ে বাদী ও অভিযুক্তের আইনজীবীরা তাদের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।