সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছেন মডেল বারিশ হক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। একটি ফটোশ্যুটের কনসেপ্ট চুরির অভিযোগ ঘিরে শুরু হওয়া এই বিরোধ চরম আকার ধারণ করেছে।
সূত্র জানায়, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা একপর্যায়ে কুরুচিপূর্ণ ভাষার ব্যবহারে রূপ নেয়। একে অপরের বিরুদ্ধে বডি শেমিংসহ নানা ধরনের অভিযোগ তুলছেন তারা। ভিডিও বার্তার মাধ্যমে সামাজিক মাধ্যমে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ ছড়াচ্ছেন এই দুই ইনফ্লুয়েন্সার।
বারিশ হক দাবি করেছেন, রুবাইয়াত ফাতিমা তনি ফেইক ব্যবসায়ী সেজে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছেন। অন্যদিকে, তনি অভিযোগ করেন, বারিশ ও তার স্বামী তার ব্যবসায়িক ধারণা চুরি করেছেন।
তাদের এই অনলাইন যুদ্ধ নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আল্লাহ এদের থেকে আমাদের রক্ষা করো।” আরেকজন লিখেছেন, “এ কোন যুগে এসে পড়লাম!”
সামাজিক মাধ্যমে এই বিতর্কের ব্যাপ্তি বাড়তে থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো আইনি পদক্ষেপ নিয়েছে কি না, তা জানা যায়নি।