লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা। শনিবার রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কাতালান ক্লাবটি। রবার্ট লেভানডফস্কির একমাত্র পেনাল্টি গোলেই জয় নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
লা লিগার শুরুর দিকে প্রতিপক্ষের রক্ষণভাগে ঝড় তুলে একের পর এক গোল করলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে বার্সেলোনার আক্রমণভাগ ছিল কিছুটা ম্লান। তবে রায়োর বিপক্ষে তারা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি লামিন ইয়ামাল, রাফিনিয়া বা দানি ওলমো।
এই সপ্তাহে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ নিজেদের ম্যাচে পয়েন্ট খোয়ানোয় বার্সেলোনার সামনে সুযোগ এসেছিল শীর্ষস্থান দখলের। সেই সুযোগটা কাজে লাগাতে কোনো ভুল করেনি ব্লুগ্রানারা।
রায়ো ভায়োকানোর বিপক্ষে এই জয়ের ফলে ২৪ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ দাঁড়িয়েছে ৫১ পয়েন্ট, যা সমান ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদেরও আছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা।
প্রায় দুই মাস পর লা লিগার শীর্ষে ফিরল হান্সি ফ্লিকের দল। মৌসুমের শুরুতে কিছুটা ধাক্কা খেলেও ধীরে ধীরে ছন্দ খুঁজে পেয়েছে কাতালানরা। দলের তারকা ফরোয়ার্ডদের গোল মিসের কারণে জয়টা বড় হয়নি, তবে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে তারা।