ঢাকা, ১৭ ফেব্রুয়ারি: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ত্রাস সৃষ্টিকারী কিশোর গ্যাংয়ের গডফাদার ও কুখ্যাত সন্ত্রাসী আনোয়ার হোসেন ওরফে ‘কবজি কাটা আনোয়ার’ অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন এলাকা থেকে র্যাব-২ এর একটি গোয়েন্দা দল অভিযান চালিয়ে তাকে দুই সহযোগীসহ আটক করে।
মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকায় আনোয়ারের নামে ছিল এক ধরনের ভীতিকর প্রভাব। তার গ্রেফতারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আনোয়ারের নামে এক ডজনেরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্রধারী হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন প্রোগ্রাম থ্রি সিক্সটি ডিগ্রি অনুসন্ধানে উঠে আসে আনোয়ারের গ্যাংয়ের নৃশংসতার চিত্র। তাদের হাতে নিরীহ মানুষ গুরুতরভাবে জখম হয়েছেন, অনেকে প্রাণও হারিয়েছেন। তাদের টার্গেট ব্যক্তির হাতের কবজি কেটে উল্লাস করত গ্যাংটি, যা এলাকার মানুষের জন্য এক ভয়ংকর দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল।
অতীতে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর একাধিক যৌথ অভিযানে এই গ্যাংয়ের কয়েকজন সদস্য গ্রেফতার হলেও আনোয়ার দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। তবে এবার গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে র্যাব তাকে আটক করতে সক্ষম হয়।
স্থানীয়রা মনে করেন, আনোয়ার একা নয়, তার গ্যাংয়ের অন্যান্য সদস্য ও আশ্রয়দাতাদেরও দ্রুত গ্রেফতার করা প্রয়োজন। বিশেষ করে এক্সেল বাবু ও লেদু হাসানের মতো ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।