পটুয়াখালী প্রতিনিধি
হাতকড়া পরেই মায়ের শেষ বিদায়ে অংশ নিলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. বাচ্চু গাজি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশের পাহারায় নিজ গ্রামে পৌঁছে জানাজায় অংশ নেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, বাচ্চু গাজির মা সাফিয়া বেগম বার্ধক্যজনিত রোগে ভুগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মায়ের মৃত্যু সংবাদ পেয়ে রোববার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন বাচ্চু গাজি। তবে দাপ্তরিক কাজ সম্পন্ন না হওয়ায় তাকে পরদিন সকালে মুক্তি দেওয়া হয়।
সোমবার সকাল ১০টার দিকে তিনি বাড়িতে পৌঁছান। হাতকড়া পরা অবস্থায় পুলিশের পাহারায় জানাজা ও দাফনে অংশ নেন। শেষবারের মতো মায়ের বিদায় মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু বলেন, “আমি নিজেও জানাজায় উপস্থিত ছিলাম। দাফনের সুযোগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
এ ঘটনায় এলাকায় আলোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, মানবিক কারণে প্যারোলে মুক্তি পেলেও কেন হাতকড়া খুলে দেওয়া হয়নি? তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।