ঢাকা: দেশের সার্বিক খাদ্য নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখা সত্ত্বেও বিসিএস খাদ্য (কারিগরি) ক্যাডাররা নানা ধরনের বৈষম্যের সম্মুখীন হচ্ছেন। এসব বৈষম্য দূর করতে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদান করেছেন কারিগরি ক্যাডারভুক্ত কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৬ জন খাদ্য কারিগরি গ্রুপের কর্মকর্তাদের স্বাক্ষরিত এই স্মারকলিপিটি খাদ্য মন্ত্রাণালয়ে জমা দেওয়া হয়। স্মারকলিপিতে বিসিএস খাদ্য (কারিগরি) ক্যাডাররা অভিযোগ করেন, তারা খাদ্যের (সাধারণ) ক্যাডারদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। নীতিনির্ধারণী পর্যায়েও তাদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল ও আধুনিক সাইলোর মতো কারিগরি স্থাপনাগুলোতে পদায়ন বিলম্ব হচ্ছে। এছাড়া, রংপুর ও ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গাড়ি বরাদ্দ থাকলেও একই ধরনের অন্য কারিগরি স্থাপনাগুলোতে এই সুবিধা নেই।
এদিকে, কর্মকর্তারা তাদের দাবির মধ্যে জ্যেষ্ঠতা ও যোগ্যতা অনুযায়ী পদোন্নতি, কারিগরি ক্যাডারের জন্য ন্যায্য প্রতিনিধিত্ব এবং আধুনিক সাইলোসহ অন্যান্য কারিগরি স্থাপনার নির্মাণকাজ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন।