ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতি দুই দেশের পারস্পরিক সহযোগিতার ওপর নতুন মাত্রার গুরুত্ব আরোপ করেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় সম্মেলনের (Indian Ocean Conference) ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় পক্ষ সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত বৈঠক, গত ডিসেম্বরের ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এবং ১০-১১ ফেব্রুয়ারি দিল্লিতে জ্বালানি উপদেষ্টার সম্মেলনে যোগদানের বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।
দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আসন্ন উচ্চ পর্যায়ের বৈঠকের দিকেও নজর দিচ্ছে ঢাকা ও দিল্লি। আগামী ১৮-২০ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি-বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন নিয়ে উভয় পক্ষই আশাবাদী। এই সম্মেলনের মাধ্যমে সীমান্তে উদ্ভূত বিভিন্ন ইস্যুর সমাধানের পথ খোঁজা হবে।
বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এক্স (সাবেক টুইটার) এ একটি পোস্ট দেন। সেখানে তিনি মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার সাক্ষাতের একটি ছবি শেয়ার করে লেখেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ হলো। আলোচনার কেন্দ্রে ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিমসটেক।”