ঢাকা: সিএনজি চালিত অটোরিকশার মিটারের অতিরিক্ত ভাড়া আদায়ে মামলা ও ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত চার-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার ক্ষেত্রে সরকার নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মামলা দায়ের সংক্রান্ত পূর্বের আদেশ বাতিল করা হলো।
এর আগে, ১১ ফেব্রুয়ারি বিআরটিএ নির্দেশ দিয়েছিল যে, সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালকরা নির্ধারিত মিটারের বেশি ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এমনকি সড়ক পরিবহন আইনের আওতায় এই অপরাধের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধানও জানানো হয়েছিল।
এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সিএনজি অটোরিকশার চালকেরা। রামপুরা, মিরপুর-১৪, এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় তারা রাস্তায় নেমে আসেন।
বিক্ষোভরত চালকদের দাবি ছিল, মিটার অনুযায়ী ভাড়া নেওয়া তাদের জন্য আর্থিকভাবে টেকসই নয়। বর্তমান গ্যাসের দাম ও অন্যান্য ব্যয় বিবেচনায় মিটারভিত্তিক ভাড়া কার্যকর রাখলে তাদের পক্ষে গাড়ি চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যাবে।
চালকদের বিক্ষোভ ও যানজটের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হলে বিষয়টি দ্রুত বিবেচনায় নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে, চালকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই নির্দেশনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।
বিআরটিএ’র এ সিদ্ধান্তের ফলে এখন থেকে সিএনজি চালকরা মিটারের বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে পারবে কিনা, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে জনসাধারণের সুবিধার্থে নির্ধারিত ভাড়ার বিষয়ে কঠোর তদারকির দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংগঠনগুলো।