নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না হওয়াই ভালো। তিনি মনে করেন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে অস্থিরতা তৈরি হতে পারে, যা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে পারে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা গত ছয় মাসের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি জানান, সারা বাংলাদেশসহ দলের নেতা-কর্মীরা বর্তমান সরকারের পাশে দাঁড়িয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ও সমর্থন দেখিয়েছে।
আন্দালিব রহমান পার্থ বলেন, “ফ্যাসিস্ট গভর্মেন্ট যে ষড়যন্ত্র করছিল, তা প্রতিহত করা হয়েছে। আগামী ছয় মাস কীভাবে একসঙ্গে কাজ করব, কী কী প্রস্তাব থাকবে এবং কিভাবে বিস্তৃত আলোচনা হবে—এসব বিষয়েও আলোচনা হয়েছে।”
তিনি আরও জানান, কিছু রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়, আবার কেউ স্থানীয় সরকার নির্বাচনকে আগে দেখতে চায়। তবে বিজেপির মতামত হলো, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সংঘাত বাড়তে পারে।
বিজেপি চেয়ারম্যানের মতে, স্থানীয় নির্বাচনের মাধ্যমে সহিংসতার আশঙ্কা রয়েছে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে।
তিনি বলেন, “সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষের সম্ভাবনা থেকে যায়। আওয়ামী লীগ কখনোই বাস্তব পরিস্থিতি মেনে নেবে না। ফলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে স্থানীয় নির্বাচন না করাই শ্রেয়।”
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আগামীতে আরও সিরিজ মিটিং হবে এবং সেসব বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
আন্দালিব রহমান পার্থ বলেন, “আমাদের দীর্ঘ সংগ্রাম এবং আত্মত্যাগ যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। জাতীয় নির্বাচন নিয়ে আমাদের লক্ষ্য স্থির আছে, এবং আমরা সেই লক্ষ্যে অবিচল থাকব।”